Home Uncategorized মাহমুদুর রহমানের ওপর হামলাকে আমরা মোটেও সমর্থন করি না: হাছান মাহমুদ

মাহমুদুর রহমানের ওপর হামলাকে আমরা মোটেও সমর্থন করি না: হাছান মাহমুদ

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, এই হামলাকে আমরা মোটেও সমর্থন করি না। আজ সোমবার তাজউদ্দিন আহমেদের ৯৩তম জন্মবার্ষিকীর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়। এটা দুষ্কৃতকারীরা করেছে, কিন্তু ছাত্রলীগের উপর দোষ চাপানো হচ্ছে। এটা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রের চেষ্টা করছে। কিন্তু বিএনপির সব ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের আয়োজন করা হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ আরো অনেকে।

বাংলাপ্রেস /এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী