বাংলাপ্রেস অনলাইন : কুষ্টিয়ায় মানহানির মামলায় জামিন নিতে এসে আদালত চত্বরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটা দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার।
তুষার লিখিত বক্তব্যে বলেন, ‘আমি মামলার বাদী। ঘটনার দিন রোববার (২২ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত আমরা আদালত চত্বরে অবস্থান করি। শুনেছি, আমরা আদালত চত্বর থেকে চলে আসার পর মাহমুদুর রহমান যে গাড়িতে করে কুষ্টিয়া এসেছিলেন, সেই দামি গাড়ি বাদ দিয়ে একটি পুরাতন কম দামি গাড়িতে চড়ে আদালত থেকে বের হন। এ সময় বিএনপি-জামায়াতের স্থানীয় দ্বন্দ্বের কারণে ও আওয়ামী লীগ-ছাত্রলীগকে ফাঁসাতে পরিকল্পিতভাবে তাদের ক্যাডাররা মাহমুদুর রহমানের ওপর হামলা করে। তাঁর ভাড়া করা পুরাতন প্রাইভেটকারটি ভাঙচুর করে। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই ছাত্রলীগ জড়িত নয়।’
এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ উপস্থিত ছিলেন। তিনি দাবি করে বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা মাহমুদুর রহমানকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যান। তার পর দুর্বৃত্তরা মুখে গামছা বেঁধে হামলা চালায়। তিনি বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। ছাত্রলীগ কখনো মুখে গামছা বেঁধে হামলা করে না। এটা বিএনপি-জামায়াতের রাজনৈতিক দ্বন্দ্বের জের।
বাংলাপ্রেস/আর এল