Home Uncategorized জাসদ ও আওয়ামী লীগের মধ্যে মহাঐক্য আছে, ভবিষ্যতেও থাকবে : ইনু

জাসদ ও আওয়ামী লীগের মধ্যে মহাঐক্য আছে, ভবিষ্যতেও থাকবে : ইনু

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাসদ ও আওয়ামী লীগের মধ্যে মহাঐক্য আছে এবং ভবিষ্যতেও থাকবে।তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে জাসদ-আওয়ামী লীগ মহাঐক্যের মধ্যে রয়েছে। ভবিষ্যতেও থাকবে। এ ঐক্যের ফসল হিসেবে ২০০৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে শাহ্ জিকরুল আহমেদ (জাসদ নেতা) বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের বন্ধুরা তখন একসঙ্গে কাজ করেছেন।

আওয়ামী লীগ এবং জাসদের কর্মীদের মাঝে কোনো বিভেদ বা বিভাজন নেই উল্লেখ করে তিনি বলেন, রাজাকার এবং জঙ্গিরা মানুষরূপী দানব। সেই দানবদের পৃষ্ঠপোষক বিএনপি এবং খালেদা জিয়া। তারা বাংলাদেশের রাজনীতির কলঙ্ক । বিএনপির নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি দল। তাই তারা নির্বাচন করলে করবে। তবে তিনি বলেন, ‘আমি রাজাকার, জঙ্গি এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীদের নির্বাচন না করার পক্ষে ।

হাসানুল হক ইনু এ সময় উল্লেখ করেন,নির্বাচনে কে আসবে কে আসবে না সেটি বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো সংবিধান রক্ষা করা। সংবিধান মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে।জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শাহ্ জিকরুল আহমেদ, জাসদ নেতা নাট্যশিল্পী নাদের চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেনসহ জেলা জাসদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস /এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী