বাংলাপ্রেস অনলাইন: কিছুদিন আগে নিউইয়র্কে রণবীর কাপুরের সঙ্গে ‘রইস’ চিত্রনায়িকা মাহিরা খানকে ধূমপানরত অবস্থায় দেখা গিয়েছিল। অশ্লীল পোশাক পরে রণবীর কাপুরের সঙ্গে মাহিরা খান কেন ধূমপান করছেন, তা নিয়ে পাকিস্তানে প্রশ্ন তোলা হয়। কটাক্ষ ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চেয়ে নেন মাহিরা।
ফের শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় মেকআপ রুমে হাতে সিগারেটসহ ধূমপানরত অবস্থায় হাসিমুখের একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। এর জেরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ‘হিন্দি মিডিয়াম’ খ্যাত পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করা মাত্রই অনেকেই আক্রমণাত্মক কমেন্ট করেন। কেউ কেউ আবার অভিনেত্রী সাবার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেন। অনেকের প্রশ্ন, ‘সাবা কি এখনও মুসলিম আছেন?’
পাশাপাশি সাবা কামার বিতর্কিত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের পদাঙ্ক অনুসরণ করছেন বলেও নিন্দা জানানো হয়। অভিনেত্রী উপযুক্ত পোশাক পরেননি বলেও লিখেছেন অনেকে।
বাংলাপ্রেস/আর এল