Home বিনোদন কাজী শুভ-স্বরলিপির ‘আবেগী মায়া’

কাজী শুভ-স্বরলিপির ‘আবেগী মায়া’

by bnbanglapress
A+A-
Reset

প্রকাশ হয়েছে কাজী শুভ ও স্বরলিপির গান ‘আবেগী মায়া’র ভিডিও। কথা লিখেছেন এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত।

ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান ও পুণ্য। নির্মাণ করেছেন এস এম তুষার। চিত্রগ্রহণ করেছেন রানা শেখ ও কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব।

নির্মাতা তুষার বলেন, “আবেগী মায়া’ খুবই রোমান্টিক একটি গান। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। আমি চেষ্টা করেছি গানটিকে ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করি সবারই ভালো লাগবে।”

মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে রনস্ মিউজিকের ব্যানারে।

এজেডএস/ডব্লিউএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী