Home বিনোদন কারিনা ও তৈমুর এখন আর আমাকে চুমু খায় না : সইফ আলি খান

কারিনা ও তৈমুর এখন আর আমাকে চুমু খায় না : সইফ আলি খান

by Dhaka Office
A+A-
Reset

ছবি: ইন্টারনেট

বাংলাপ্রেস অনালাইন : সদ্য লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সইফ আলি খান। সঙ্গে ছিলেন করিনা কপূর এবং ছোট্ট তৈমুর। তার পরই সাংবাদিকদের সামনে এক ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন সইফ। তাঁর দাবি, করিনা নাকি তাঁকে চুমু খাওয়া বন্ধ করে দিয়েছেন! শুধু করিনাই নন, এই তালিকায় রয়েছে তৈমুরও। হঠাত্ কী এমন হল যে, এমন ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে শেয়ার করলেন সইফ? তা হলে কি করিনার সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়েছে তাঁর?

না! এর মধ্যে গসিপের কোনও উপকরণ নেই। করিনা এবং তৈমুরের চুমু না খাওয়ার কারণও প্রকাশ্যে বলেছেন সইফ।

সইফের কথায়, ‘‘আমি নভদীপের পরের ছবিতে এক নাগা সাধুর ভূমিকায় অভিনয় করছি। ফলে দাড়ি, গোঁফ বড় রাখছি। করিনা বলেছে ও এটা পছন্দ করে। কিন্তু নিজেও আমাকে চুমু খাচ্ছে না। আর তৈমুরকেও চুমু খেতে দিচ্ছে না।’’ হাসতে হাসতে সইফ জানিয়েছেন, তৈমুর হাতে চুমু খাচ্ছে। কিন্তু গালে চুমু খেতে বললেই নাকি এড়িয়ে গিয়ে সইফের কপালে চুমু খাচ্ছে!

সইফের কথায়, ‘‘আমি নভদীপের পরের ছবিতে এক নাগা সাধুর ভূমিকায় অভিনয় করছি। ফলে দাড়ি, গোঁফ বড় রাখছি। করিনা বলেছে ও এটা পছন্দ করে। কিন্তু নিজেও আমাকে চুমু খাচ্ছে না। আর তৈমুরকেও চুমু খেতে দিচ্ছে না।’’ হাসতে হাসতে সইফ জানিয়েছেন, তৈমুর হাতে চুমু খাচ্ছে। কিন্তু গালে চুমু খেতে বললেই নাকি এড়িয়ে গিয়ে সইফের কপালে চুমু খাচ্ছে!

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী