এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী এক সম্ভাব্য প্রার্থীর পক্ষ নিয়ে এ আসনের সাংসদ আলহাজ্ব শওকত চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ন তথ্য প্রদান পূবক সাংবাদিক সম্মেলন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জাতীয় পার্টি। এ নিয়ে গত ২৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ৮ টায় শহরের ২ নং রেলগেট সংলগ্ন জাতীয় পার্টির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা ওই ক্ষোভ প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে জাতীয় পার্টির পৌর কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শামীম চৌধুরী বলেন, নীলফামারী -৪ আসনের জাতীয় পার্টির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা শহর জুড়ে ব্যানারে ভোটারদের দোয়া প্রার্থনা করেন। ওই সূত্র ধরে আহসান আবেদুল রহমান আদেল নামের এক যুবকও ভোট ও দোয়া প্রার্থনায় শামিল হন। সম্প্রতি কে বা কারা ওই মনোনয়ন প্রত্যাশীর পোষ্টার ছিড়ে ফেলে তা জাতীয় পার্টির কোন নেতা কর্মী অবগত নন। কিন্তু জাতীয় পার্টির নামধারী বহিরাগত নারী পিষাষু সিদ্দিকুল আলম সিদ্দিক নামের এক লম্পট ব্যক্তি আলহাজ্ব শওকত চৌধুরী এমপির বিরুদ্ধে পোষ্টার ছিড়ে ফেলার মিথ্যা অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে স্থানীয় জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
ভবিষ্যতে আলহাজ্ব শওকত চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে স্বার্থ হাসিলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী সংকেত দেওয়া হয় ওই সম্মেলনে। এ সময় আরো বক্তব্য রাখেন, জাপার পৌর কমিটির আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন, জাপার উপজেলা কমিটির আহবায়ক ইলিয়াছ চৌধুরী ভূলু, সদস্য সচিব ফিরোজ উদ্দিন (ফেরাজ), সভাপতি জেলা যুব সংহতি রওশন মাহানামা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্ট প্রমুখ। নীলফামারী -৪ আসনের সংসদ আলহাজ্ব শওকত চৌধুরী ৫ বছর ধরে দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তাঘাট, ব্রীজ, কালভাট, ধর্মীয় প্রতিষ্ঠানে তার উন্নয়নের ছোয়া লেগে রয়েছে। আগামীতে তিনি পূনরায় নির্বাচিত হবে যেনে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তারা যতই অপপ্রচার চালাবেন ততই শওকত চৌধুরীর জনপ্রিয়তা বাড়বে।
বাংলাপ্রেস/আর এল