গাইবান্ধা প্রতিনিধি : হজ পালনের জন্য সৌদি আরব গেছেন গাইবান্ধা জেলার বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ি, এজেন্ট ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারি শেখ মো. আব্দুর রহমান।
গতকাল শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করে পৌঁছেন আজ রোববার সকালে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে তিনি গাইবান্ধা ত্যাগ করেন।
সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার আগে শেখ মো. আব্দুর রহমান অনেকের সাথেই সাক্ষাত করতে পারেন নি। তাই তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। হজ পালন শেষে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন শেখ মো. আব্দুর রহমান।
বাংলাপ্রেস/আর এল