Home Uncategorized সৈয়দপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ সভা

সৈয়দপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ সভা

by Dhaka Office
A+A-
Reset

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে থানায় ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছে। ২৮ জুলাই রাতে শহরের মিস্ত্রীপাড়া মদিনা রোডে জামাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর তারিক আজিজ, ছাত্রনেতা রেজওয়ান হোসেন পাপ্পু, শাকিল, নিজাম উদ্দিন, মনু প্রমুখ। সভার আয়োজন করেন ১৫ নং ওয়ার্ডের এলাকাবাসী। জানা যায়, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম মদিনা রোড এলাকার প্রতিবন্ধি ফেকনী নামের এক মহিলার জমি জোরপূবক ষ্ট্যামে স্বাক্ষর নিয়ে অন্যত্র মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।

প্রতিবন্ধি ওই মহিলা স্বাক্ষর করতে না চাইলে তাকে নির্যাতন করা হয় এবং ওই মহিলা কাউন্সিলরের বাসায় জোরপূবক স্বাক্ষর নেয়। পরে তাকে বাড়ী ছাড়া করার চেষ্টা করলে ঘটনাটি প্রকাশ পায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে। এ ঘটনা নিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর তারিক আজিজ মহিলা কাউন্সিলরের কাছে জানতে চাইলে ওই মহিলা কাউন্সিলর উল্টো তারিক আজিজকে হুমকি প্রদান করেন এবং থানাসহ বিভিন্ন অফিসে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী একত্রিত হয়ে ওই দিন প্রতিবাদ সভা করে মহিলা কাউন্সিলর জোসনাকে ১৫ নং ওয়ার্ডে অবাঞ্চিত ঘোষণা করেন। জোসনা বেগম অবৈধভাবে অর্থ উপার্জন করে বহুতল ভবন নির্মাণ করছে এবং অসহায় মানুষদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে বক্তারা বলেন।

বক্তারা আরো বলেন, অবিলম্বে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী করেন।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী