Home আন্তর্জাতিক ১৪ আগস্টের আগে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান

১৪ আগস্টের আগে ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: পাকিস্তান তেহরিকে ইনসাফ দল বা পিটিআই জানিয়েছে, আগামী ১৪ আগস্টের আগে ইমরান খান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান। পাঞ্জাব প্রদেশে দলটি জোট সরকার গঠনের প্রচেষ্টা যখন জোরদার করেছে তখন দলের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

স্বতন্ত্র ও দলীয় পরিচয়ে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচত কয়েকজন এমপিএ এবং এমএনএ এরইমধ্যে ইমরান খানের দলের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব সদস্য ইমরানের দলে যোগ দিতে পারেন বলে পিটিআই দাবি করেছে।

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ইমরান খানের দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায় নি। ফলে কয়েকটি ছোট দলের সঙ্গে মিলে পিটিআই কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে। ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। ধারণা করা হচ্ছে- এ কারণে ইমরান খান ১৪ আগস্টের আগে শপথ নিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চান।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী