গত বছর ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে দর্শকবৃন্দ
নিউ ইয়র্ক প্রতিনিধি: গত ৩২ বছরেও সাংবাদিকদের জন্য নির্দিষ্ট কোন বসার জায়গা জোটেনি ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনে। ফোবানা কর্মকর্তাদের দ্বারা প্রায় প্রতি বছরেই সংবাদকর্মিরা উপেক্ষিত হয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের বদলে সামনের সারিতে বসতে দেওয়া হয় ফোবানা কমিটির নতুন পুরাতন সদস্য, প্রতিষ্ঠিত আদম ব্যবসায়ী ও ধান্ধাবাজদের।
গত শুক্রবার আটলান্টায় শুরু হওয়া ৩২তম ফোবানা সম্মেলনে প্রবাসের বাংলাদেশি মিডিয়াকর্মিদের চরমভাবে উপেক্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আটলান্টায় ফোবানা সম্মেলনের খবর সংগ্রহ করতে যাওয়া অনেক সাংবাদিক এ প্রতিনিধির সাথে আলাপকালে এ তথ্য দিয়েছেন। তারা জানান, এবারের ফোবানা সম্মেলনে প্রবাসের বাংলা মিডিয়াগুলোকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে। এ কারনেই নিউ ইয়র্কের অনেক মিডিয়া যোগ দেয়নি সম্মেলনে।
প্রতিবছরই ফোবানা সম্মেলনে আয়োজক কমিটি নামকা ওয়াস্তে একটি মিডিয়া কমিটি গঠন করে থাকেন। এই মিডিয়া কমিটির কোন কোন কার্যক্রম চোখে পড়ে না। তারা মিডিয়ার পাশ দিয়ে (বিনা মূল্যে) নিজেদের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবদেরকে ফোবানার মঞ্চে ঢোকাতেই ব্যস্ত থাকেন। সাংবাদিকতা করেন না এমন ব্যক্তিরাও গলায় ‘প্রেস পাশ ও ক্যামেরা ঝুলিয়ে’ ফোবানা সম্মেলনে ঘুরতে দেখা গেছে।
প্রকৃত সাংবাদিকদের জন্য তাদের করার কিছুই থাকে না। অনেক সন্মেলনেই মিডিয়া কমিটির কর্মকর্তা ও কর্মিদেরকে গ্রিনরুমে বসে বিভিন্ন ষ্টেট থেকে অংশগ্রহন করতে আসা শিল্পী ও সংগঠনের শ্লটের সময়সুচি ঘষামাজা করতেও দেখা গেছে।
আটলান্টা ফোবানায় মিডিয়া সেন্টার থাকলেও সেখানে কারো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। নেই কোন ব্রিফিং-এর ব্যবস্থা। সম্মেলনের অনুষ্ঠান সূচী বা যাবতীয় তথ্যাদিও জানানো হয়নি সম্মেলন কভার করতে যোগদানকারী সাংবাদিকদের। ফলে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নানা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। একটি জনপ্রিয় টেলিভিশনের সাংবাদিক অভিযোগ করে বলেন, আয়োজক কমিটির আমন্ত্রণে তিনি সম্মেলনের সংবাদ কভার করতে আটলান্টায় এসেছেন কিন্তু গত দু’দিনে কমিটির কেউ তাকে পাত্তায় দেননি।