নিউ ইয়র্ক প্রতিনিধি: কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে দৈনিক আমার দেশ-এর ভাপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট লেখক মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় প্রতিবাদে এবং কারাবন্দি দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল নেতাকর্মিদের অবিলম্বে মুক্তির দাবিতে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টন সংলগ্ন ক্যামব্রিজের হার্ভার্ড স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করেছে নিউ ইংল্যান্ড বিএনপি।
উক্ত সমাবেশে মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।হামলার সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন বিএনপির নেতাকর্মিরা।
মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে শনিবার হার্ভার্ড স্কোয়ারে নিউ ইংল্যান্ড বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। তারা মুক্তচিন্তার গণমাধ্যমকে ধ্বংস করে দিতে চাচ্ছেন। গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে মুক্তিচিন্তার ওপরে আঘাত করে যাচ্ছে, পরিকল্পিতভাবে গণমাধ্যমের কর্মীদের আক্রমণ করছে।
মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবির পাশাপাশি মিথ্যা মামলায় দেওয়া রায়ে দলের চেয়ারপার্সন কারাবন্দি খালেদা জিয়াসহ সকল নেতাকর্মিদের অবিলম্বে মুক্তির দাবিও জানানো হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, সাধারন সম্পাদক আশরাফুল আলম টিটু, প্রধান উপদেষ্টা কাজী নুরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন ও কমিউনিটি এক্টিভিষ্ট রেজাউল করিম প্রমুখ।