Home Uncategorized সিলেটে বাথরুম থেকে তিন ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে বাথরুম থেকে তিন ঝুলন্ত লাশ উদ্ধার

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: সিলেটের দক্ষিণ সুরমার একটি কলোনির বাথরুম থেকে এক নারী ও তার দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন, জনি বেগম (৩৮) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার হাসান মুন্সীর স্ত্রী ও তার দুই মেয়ে মীম (১৫) ও তাকসিন (১৩)।

সোমবার দুপুরে দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার জাপান প্রবাসী কামাল আহমদের কলোনি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছন। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল বলেন, কলোনির কেয়ারটেকার এরশাদের আত্মীয় হাসান মুন্সী তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এক সপ্তাহ আগে কলোনিতে আসেন। তারা কলোনির একটি ঘরে থাকতেন।

গত শনিবার হাসান ওই ঘরে তালা মেরে তার স্ত্রী ও মেয়ে বেড়াতে গেছে বলে চাবি এরশাদের কাছে রেখে চলে যান। সোমবার ওই ঘর থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি। পুলিশ জানায়, নিহতদের চোখে ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসান তাদের হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী