বাংলাপ্রেস অনলাইন : কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাস চাপায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সমস্ত ব্যায় সরকার বহন করবে। আজ সোমবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়েছেন।
এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দর সড়কে বাস চাপায় যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের আমি আস্বস্ত করছি, তাদের চিকিৎসার সকল ব্যায় সরকার বহন করবে। তিনি বলেন, আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেনকে হাসপাতালে পাঠিয়েছিলাম। তিনি গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমস্ত চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করে এসেছেন।
দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বাংলাপ্রেস/এফএস