Home রাজনীতি খায়রুজ্জামান লিটন বেসরকারীভাবে রাসিক মেয়র নির্বাচিত

খায়রুজ্জামান লিটন বেসরকারীভাবে রাসিক মেয়র নির্বাচিত

by Dhaka Office
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান আজ সন্ধ্যায় এই সিটির ১৩৮টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। রাজশাহী সিটি কর্পোরেশনে ৩ লাখ ১৮ হাজার ১৩৮ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ । এ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. শফিকুল ইসলাম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ (হাতী)।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী