Home Uncategorized তিন সিটি নির্বাচন ভালো হয়েছে : সিইসি

তিন সিটি নির্বাচন ভালো হয়েছে : সিইসি

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : তিন সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, সার্বিক বিবেচনায় তিন সিটি নির্বাচন ভালো হয়েছে। তিনি বলেন, ‘বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু অনিয়ম হলেও বাকিগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে।’

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচন নিয়ে আজ সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় সিইসি বলেন, রাজশাহীর ১৩৮ কেন্দ্রের সবগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সিলেটের ১৩৪ কেন্দ্রের মধ্যে দুইটি ছাড়া সবগুলোতে ভোট সুষ্ঠু হয়েছে। তবে বরিশালে ১২৩টি কেন্দ্রের মধ্যে বিক্ষিপ্ত ঘটনায় একটিতে ভোট স্থগিত করা হয়েছে। আর ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব ফলাফল স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।

রাজশাহীর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, রাজশাহীতে ভোটে কোন অনিয়ম হয়নি। তিনি নির্বাচনকে কিভাবে নিয়েছে সেটা তার ব্যাপার। তিনি বলেন, আমরা নির্বাচনে কোন প্রকার অনিয়ম প্রত্যাশা করি না। প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া তথ্যই আমাদের কাছে গ্রহণযোগ্য। তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বরিশালে পুনরায় ভোট নেয়ার অবস্থা হয়নি। সেখানে ১৫ কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। এগুলো কমিশন পরীক্ষা-নিরীক্ষা করবে। কিন্তু পুনরায় নির্বাচন করার অবস্থা সেখানে নেই। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী