নিউ ইয়র্ক প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি ও কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ কর্তৃক দৈনিক আমার দেশ-এর ভাপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট লেখক মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে গত রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে বিক্ষোভ সমাবেশ করেছে নবগঠিত দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ। এতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করলে বাংলাদেশের মানুষ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, ষড়যন্ত্র করে কিংবা মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানের অগ্রযাত্রাকে কেউ বন্ধ রাখতে পারবে না। উক্ত সমাবেশে মাহমুদুর রহমানের উপর
হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।হামলার সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন বিএনপির নেতাকর্মিরা। মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগের নৃশংস হামলায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আওয়ামীলীগের মদদেই মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগ এ হামলা চালিয়েছে। বক্তারা অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।
মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। তারা মুক্তচিন্তার গণমাধ্যমকে ধ্বংস করে দিতে চাচ্ছেন। গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে মুক্তিচিন্তার ওপরে আঘাত করে যাচ্ছে, পরিকল্পিতভাবে গণমাধ্যমের কর্মীদের আক্রমণ করছে।
দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মো: আবদুস সবুর, মাশাঁল মুরাদ,আব্বাসউদ্দিন দুলাল, রকিব দুলাল, মেয়র আবুল কালাম আজাদ, মাশুক ওমর ফারুক, আতিকুল হক আহাদ, নুর আলম, গোলাম রাব্বানী সুমন,আহম্মেদ রুমেল, আল মামুন সবুজ,সাইফুল ইসলাম,মাসুদ রানা, সিরাজুল ইসলাম, সোহেল মোমেন, শোয়েব উদ্দিন, ফয়েজ আহাম্মেদ, মোজাম্মেল সোহাগ, মিয়া খোকন, ইলিয়াস উদ্দিন, মনিরুল ইসলাম, ইকবাল হোসেন, ইসমাইল হোসেন, তৌফিকুর রহমান মানিক, আব্দুল মালেক,মিজানুর রহমান, নাসির হোসেন, শাহিন আলম, হেদায়েতউল্লা মানিক, রিপন মাহমুদ ও নাজমুল ইসলাম প্রমুখ।