Home Uncategorized সৈয়দপুরে শ্বশ্মান সংস্কারের দাবীতে মানববন্ধন

সৈয়দপুরে শ্বশ্মান সংস্কারের দাবীতে মানববন্ধন

by Dhaka Office
A+A-
Reset


এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে শ্বশ্মান সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৩১ শে জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার খোর্দ্দ বোতলাগাড়ী ইউনিয়নের বৈশ্যপাড়া গ্রামের চান্দিয়ার ব্রীজ সংলগ্ন শ্বশ্মান ঘাটে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে শ্বশ্মান সংস্কারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোতালেব হোসেন, হিন্দু নেতা রঞ্জিত রায়, চেরু চন্দ্র রায়, দিনেশ চন্দ্র রায়, দিনোনাথ রায় লেবু চন্দ্র রায়, মমতা রানী ও স্বপ্না রানী রায় প্রমুখ।


হিন্দু নেতারা বলেন, খোর্দ্দ বোতলাগাড়ী ইউনিয়নের বৈশ্যপাড়া গ্রামে অবস্থিত চান্দিয়া ব্রীজ সংলগ্ন শ্বশ্মানটির বয়স প্রায় ১ শত বছর। শ্বশ্মানটির পাশ দিয়ে খরখড়িয়া নদী প্রবাহিত হওয়ায় বর্ষার বান ও ¯্রােতে শ্বশ্মানটি প্রায় ধ্বংসের পথে। দীর্ঘদিন থেকে এটি ধ্বংসের হাত থেকে রক্ষার দাবী জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরসহ ইউপি ও উপজেলা চেয়ারম্যান বরাবরে আবেদন করা হয়েছিল। কিন্তু কেউই সংস্কারের জন্য বরাদ্দ বা দৃষ্টি দেননি। অতিসত্তর এটির সংস্কার করা না হলে চলতি বর্ষা মৌসুমে শ্বশ্মানটি নদী গর্ভে বিলিন হওয়ার আশংকা করা হচ্ছে। খবর পেয়ে ওই সময় উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ শ্বশ্মানঘাট পরিদর্শন করে সংস্কারের আশ্বাস প্রদান করেন শ্বশ্মান ঘাট কমিটিকে।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী