Home বিনোদন জঙ্গিবাদের ফাঁদে প্রেম (টিজার)

জঙ্গিবাদের ফাঁদে প্রেম (টিজার)

by bnbanglapress
A+A-
Reset

ঢালিউড সিনেমায় জঙ্গিবাদের গল্প খুব অল্পই এসেছে। সদ্য প্রকাশিত টিজারে তেমন কিছুর ইঙ্গিত দিল ‘জান্নাত’। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহি।

বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশ হয় ‘জান্নাত’-এর টিজার। টুকরো টুকরো দৃশ্যের বুননে উঠে আসে দুই তরুণ-তরুণীর প্রেম কীভাবে তছনছ করে জঙ্গিবাদ।

সুন্দর লোকেশন, দৃশ্যায়ন ও সুঅভিনয়ের প্রতিশ্রুতিও দেয় টিজারটি। আর দুই তারকার লুকও দারুণ। জানা গেছে, ঈদুল ফিতরের পরপর মুক্তি পাবে ‘জান্নাত’।

মানিকগঞ্জ ও বিএফডিসিসহ দেশের বেশ কিছু লোকেশনে ‘জান্নাত’-এর দৃশ্যায়ন হয়েছে।

সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান, সংলাপ লিখেছেন আসাদ জামান ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

ছবিতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় আছেন মাহি। পোশাক-পরিচ্ছদ, চলাফেরায় তেমনভাবেই পরিবর্তন এনেছেন তিনি। অন্যদিকে খাদেমের নতুন মুরিদের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর ও আলীরাজ।

সাইমন ও মাহি প্রথম অভিনয় করেন ‘পোড়ামন’ ছবিতে। ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পাওয়া ছবিটি দারুণ ব্যবসা করে। পরিচালনা করেন জাকির হোসেন রাজু।

‘জান্নাত’-এর মাধ্যমে ৫ বছর পর এ জুটির পর্দায় কামব্যাক নিয়ে উত্তেজনায় আছেন ভক্তরা।

এদিকে, মানিকের পরিচালনায় ইতোমধ্যে আরো একটি সিনেমার শুটিং অনেকটা এগিয়ে নিয়েছেন সাইমন ও মাহি। সিনেমাটির নাম ‘আনন্দ অশ্রু’।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী