বাংলাপ্রেস অনলাইন: বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়কে বিক্ষোভে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিক থেকেই ফার্মগেট ও উত্তরায় হাউজ বিল্ডিংয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। একই সাথে বাংলামোটরেও সড়ক অবরোধ করা হয়েছে। ঢাকা কলেজের মোড় থেকে কলাবাগান পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এ সময় দ্রুতি পরিবহনের গাড়ি ভাংচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।। এছাড়াও একটি লেগুনা ভাংচুর করা হয় বলে জানা গেছে। বর্তমানে ঢাকা কলেজের সামনে পুলিশ বেষ্টনির মধ্যে থেকেই বিক্ষোভ করছে ছাত্ররা। সিটি কলেজের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। সেখানেও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানী তাঁতীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।
সড়কে নিরাপত্তার দাবিতে বুধবার বেলা ১১ টা থেকে ধানমন্ডির সায়েন্স ল্যাবের মোড়ে সড়ক অবরোধ করে সিটি কলেজ, রাইফেল স্কুল এন্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাব ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নানা প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগান দেয়। বিমানবন্দর থেকে উত্তরা পর্যন্ত পুরো রাস্তা অবরোধ এবং ওই এলাকায় গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।
বাংলাপ্রেস/আর এল