Home Uncategorized সড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন আইন করতে যাচ্ছে সরকার

সড়কের শৃঙ্খলা ফেরাতে নতুন আইন করতে যাচ্ছে সরকার

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: সড়কের শৃঙ্খলা-পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দুর্ঘটনা এবং যানজট নিরসনের লক্ষ্যে সরকার নতুন আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে যৌক্তিক বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার রাজধানীর সেতুভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রি বলেন- সড়ক পরিবহন আইনের ভেটিং সম্পর্কিত নথিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রীকে ফোন করে আগামী সপ্তাহে যেন অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদে তোলা হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন৷ তবে আইনে কী থাকছে জানাননি মন্ত্রী। এটা জানার জন্য অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সরকারের একজন মন্ত্রী যখন সরাসরি শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত আইন করে সরকার কতটুকু সাফল্য পাবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রি বলেন- যার কথা বলা হচ্ছে তিনি মন্ত্রী হওয়ার আগ থেকেই শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত। তাছাড়া আইন বাস্তবায়নের দায়িত্ব শ্রমিক ফেডারেশন কিংবা অন্য কারও নয়। এটা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ব্যাপার। ‘তাছাড়া আইনটি নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করছি। শ্রমিক-পরিবহণ মালিক সবার সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মতামত নেওয়া হয়েছে। আইনটি বিল আকারে ওয়েব সাইটেও দেওয়া আছে। এখানে অন্যকোন মন্ত্রী কিংবা অন্য কেউ বাধা নয়’।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী