Home Uncategorized জাবালে নূরের মালিক গ্রেপ্তার

জাবালে নূরের মালিক গ্রেপ্তার

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: দুই শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে জাবালে নূর পরিবহনের পাঁচ চালক ও সহকারীকে গ্রেপ্তারের পর এবার পরিবহন কোম্পানিটির এক মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শাহাদাত হোসেন (৬০) নামে ওই বাস মালিককে গ্রেপ্তারের খবর আজ বুধবার সন্ধ্যায় জানানো হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সারওয়ার বিন কাশেম বলেন, ঘাতক বাস জাবালে নূরের মালিক শাহাদাত হোসেন আজকে গ্রেপ্তারর করা হয়েছে। র‌্যাব-১ তাকে গ্রেপ্তার করেছে। কোত্থেকে, কখন শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি র‌্যাব। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার।

র‌্যাব এর আগে জাবালে নূর পরিবহনের তিন চালক এবং তাদের দুই সহকারীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন মাসুম বিল্লাহকে বুধবার রিমান্ডে পেয়েছে পুলিশ। যে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হন, মাসুমই সেই বাসটি চালাচ্ছিলেন বলে র‌্যাব জানিয়েছে। এছাড়াও গ্রেপ্তার দুই চালক সোহাগ আলী ও জুবায়ের এবং হেল্পার এনায়েত হোসেন ও রিপনকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। তাদের সবাইকে নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাবার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত চারদিন ধরে ঢাকার সড়কেজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে জাবালে নূর পরিবহনের বাস দুটির নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ। ঢাকার সড়কে অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের ধরতে বিআরটিএকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সড়কে বিক্ষোভে রাজধানীর জনজীবন অচল হওয়ার মধ্যে দোষিদের শাস্তির আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী