Home খেলা আবারো স্বামী মোহাম্মদ শামির বিরুদ্ধে স্ত্রী হাসিনের অভিযোগ

আবারো স্বামী মোহাম্মদ শামির বিরুদ্ধে স্ত্রী হাসিনের অভিযোগ

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: ফের একগুচ্ছ অভিযোগ। ফের বিস্ফোরক হাসিন জাহান। ফের অভিযোগের অভিমুখ মহম্মদ শামির দিকে। তফাত, এ বার ‘তথ্যপ্রমাণ’-সহ তাঁর বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ করলেন হাসিন জাহান!

ফেসবুকে মঙ্গলবার গভীর রাতেই একটি পোস্ট করেছেন হাসিন। যাতে জাতীয় দলের ফাস্ট বোলারের বিরুদ্ধে বয়স সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ তুলেছেন। সঙ্গে লিখেছেন, “শামি হল ৪২০। কিন্তু ওঁর প্রতিই সবার সমর্থন। কারণ, ও তারকা। সবাইয়ের সামনে বেচারা সেজে ঘুরে বেড়াচ্ছে। মিডিয়ারও কিছু লোক ওঁর পাশে রয়েছে। বিসিসিআই-ও পাশে রয়েছে। আমার মতো অসহায়কে তাই সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষ প্রতারণা করলে পুলিশ গ্রেফতার করবে। চাকরি থেকে সঙ্গে সঙ্গে ছাঁটাই করবে। কিন্তু একবার তারকা হয়ে উঠলে তো অপরাধ করার অধিকার জন্মে যায়! এটাই আমাদের দেশের নিয়ম। অপরাধই কি শেষ পর্যন্ত জিতে যাবে? পাপী কি বেঁচে যাবে?”

পোস্টের সঙ্গে রয়েছে কিছু ফোটো। যা আসলে বিভিন্ন সার্টিফিকেটের ফোটোকপি। ২০০২ সালে উত্তর প্রদেশ বোর্ড অব হাই স্কুল ও ইন্টারমিডিয়েট এডুকেশনের দেওয়া এক শংসাপত্রে দেখা যাচ্ছে জন্মের তারিখ ১৯৮৪ সালের ৩ জানুয়ারি। আবার ২০০৮ সালে উত্তর প্রদেশের বোর্ড অফ হাই স্কুল ও ইন্টারমিডিয়েট এডুকেশনেরই এক মার্কশিটে তাঁর জন্মদিন দেওয়া রয়েছে ১৯৯০ সালের ৩ সেপ্টেম্বর। ২০০৪ সালে সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস অনুসারে জন্মদিন হল ১৯৮২ সালের ৮ মে। অথচ, নির্বাচন কমিশনের পরিচয়পত্রে দেখা যাচ্ছে, ২০০১ সালের ১ জানুয়ারি বয়স ছিল ২১। মানে, তাঁর জন্ম ১৯৮০ সালে!
দুই রকম নামও দেখা যাচ্ছে হাসিনের দেওয়া সার্টিফিকেটে। কোথাও শামি আমেদ। কোথাও মহম্মদ শামি। সব কিছু নিয়েই প্রশ্ন তুলেছেন হাসিন। আনন্দবাজার ডিজিটালকে তিনি বললেন, “আমি অনেক দিন আগেই বিসিসিআই ও সিএবি-কে এই তথ্যগুলো পোস্টে পাঠিয়েছি। ওরা যে পেয়েছে, তার প্রমাণও রয়েছে। কিন্তু, কেউ কিছু করছে না। এটা তো মারাত্মক অপরাধ। প্রতারণার ব্যাপার। কিন্তু, শামি দিব্যি রয়েছে। সকল নাগরিকেরই তো সমান অধিকার আমাদের দেশে। কিন্তু, তা তো এ ক্ষেত্রে হচ্ছে না। শামির তো সাত খুন মাফ দেখতে পাচ্ছি। তা হলে তো যে কেউ ডুপ্লিকেট করতে পারে এগুলো। বয়স ভাঁড়িয়ে ঘুরতে পারে। নোংরামি করতে পারে।”

কিন্তু, এতদিন কেন এগুলো প্রকাশ্যে আনেননি? হাসিন বললেন, “অপেক্ষা করছিলাম। আমার কাছে আসল ডকুমেন্ট ছিলও না। পাওয়ার পর পোস্ট করলাম। এ বার আপনারা সবাই দেখুন, বিচার করুন।” ইংল্যান্ডে মহম্মদ শামি যখন সিরিজের পয়লা টেস্টে বল করছেন, তখন তাঁর দিকে অন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিবাহ-বিচ্ছেদের মামলা লড়তে থাকা স্ত্রী!

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী