Home Uncategorized বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল : প্রধানমন্ত্রী

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব মুছে দেয়ার জন্যই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বুধবার (০১ আগস্ট) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জাতির জনকের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল।’ তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলে এই স্বাধীন বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। বাঙালি জাতি তার শৌর্য, গৌরব হারাবে আর এই দেশ আবারও সেই পাকিস্তানি শাসকদের পদতলে চলে যাবে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই তারা এই হত্যাকাণ্ড চালায়।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জনগণের কাছে যাতে তিনি জনপ্রিয়তা হারান, তার জন্য বহু চেষ্টা করা হয়। কিন্তু তার জনপ্রিয়তা পাহাড়সম ছিল। কিছুতেই তার জনপ্রিয়তা কমানো যায়নি। কাজেই তাকে হত্যা করা ছাড়া নাকি তাদের আর কোনো পথ ছিল না। তারা এটাও বলেছে যে তাদের সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্ক ছিল। জিয়াউর রহমানকে তারা এটা জানিয়েছিল এবং জিয়াউর রহমান বলেছিল, এগিয়ে যাও। তাদের সে সম্পূর্ণ সমর্থন দিয়েছিল এবং বলেছিল তোমাদের সাফল্যে আমরা আছি। এর প্রমাণ, ৭৫-এর পর তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। কেন পুরস্কৃত করেছিল? জিয়া এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল বলেই এই খুনিদেরকে পুরস্কৃত করেছিল।’

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী