Home প্রবাস বাসচাপায় শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবি নিউ ইয়র্কে

বাসচাপায় শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবি নিউ ইয়র্কে

by bnbanglapress
A+A-
Reset

নিউ ইয়র্ক প্রতিনিধি: বাসচাপায় শিক্ষার্থী হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসচাপায় শিক্ষার্থী হত্যায় জড়িত খুনি ড্রাইভারদের দ্রুত বিচার করে শাস্তি ও নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি করা হয়।
সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য দেন মুজাহিদ আনসারি, সৈয়দ জাকির আহমেদ রনি, মিথুন আহমেদ ও গোপাল সান্যাল প্রমুখ।
সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, পরিবহন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যে অরাজকতা এবং দুর্নীতি চলছে তা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে হবে। লাইসেন্স ছাড়া কেউ যেনো গাড়ি চালাতে না পাওে এবং ফিটনেস ছাড়া যেনো কোনো গাড়ি রাস্তায় যাতে নামতে না পারে পাওে সেই ব্যাপারে ও সরকারকে কঠোর ব্যাবস্থা নিতে হবে।
কমিউনিটি অ্যাকটিভিস্ট মুজাহিদ আনসারি বলেন, জনগনের করের টাকায় বেতন ভুক্ত পুলিশ বাহীনি কোনো সময় এই সরকারের পক্ষে থাকবে পারবে না। তারা যে সরকার আসবে সেই সরকারের কাজ করবে তাই বর্তমান সরকারকে ভাবতে হবে সেই পুলিশকে দিয়ে এই সকল কোমলমতি শিশু-কিশোরদের রক্তাক্ত করা ঠিক হচ্ছে কী না ? এসকল প্রতিবাদী সন্তানরা শহীদ সালাম বরকত এবং জব্বারের উত্তরসূরী। তারা প্রতিবাদ করতে শিখেছে বঙ্গবন্ধু’র থেকে। তাদের রক্তে রাজপথ রঞ্জিত না করে এ সবল হত্যার দ্রুত বিচার করতে হবে।
গণজাগরন মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি বলেন, সড়কে বাসগুলো ব্যপক প্রতিযোগীতার কারনেই এসব হত্যার হার বেড়ে চলেছে। সড়ক ব্যাবস্থা পুরোপুরি ভেঙ্গে গেছে। এর কারন তারা মুনাফার লোভে কোনো আইন কানুন তোয়াক্কা করছে না। আবার যে সকল দুর্ঘটনা ঘটছে তার বিচার হচ্ছে না। তার সুষ্ঠু বিচার না হওয়ার অন্যতম কারণ পরিবহন শ্রমীকদে নেতা নৌ মন্ত্রী শাহজাহান খান সব সময় তাদের পক্ষ অবলম্বন করে কথঅ বলেন এবং সারা দেশে গাড়ি বন্ধ কওে দেওয়ার হুমকি দেন। সরকারের কাছে আহবান থাকবে এই লোকটিকে নিয়ন্ত্রন করতে হবে।
সম্মিলিত সংস্কৃতি জোট উত্তর আমেরিকার আহবায়ক মিথুন আহমেদ বলেন, যে সবল হত্যাকান্ড হয়েছে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে সেসব হত্যার বিচার করতে হবে। আমাদের সব বিষয়ের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী। আমরা আশা করবো শেখ হাসিনা এই বিষয়ে একটি ব্যবস্থা নেবেন।
নিউ ইয়র্ক গণজাগরন মঞ্চের অন্যতম সংগঠক গোপাল সান্যাল বলেন, দেশেল প্রতিটি ঘরে যখন একজন করে সড়ক দুর্ঘটনায় মারা যাবেন তখন কি সরকারের টনক নড়বে? সরকার কোনো আন্দোলন হলেই তাকে দেশ বিরোদী রাজাকার এবং অন্য অনেক কিছু দিয়ে কোনঠাসা করার অপপ্রসায় চালায়। এসব কোমলমতি সন্তানদের যেন কোনো কিছু দিয়ে অপবাদ দেওয়া না হয়।
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়াল সড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের তিনটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী