Home Uncategorized নিরাপদ সড়কের দাবীতে সৈয়দপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ,মানববন্ধন

নিরাপদ সড়কের দাবীতে সৈয়দপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ,মানববন্ধন

by Dhaka Office
A+A-
Reset


এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : উই ওয়ান্ট জাস্টিস, নিরাপদ সড়ক চাই, জীবনের নিরাপত্তা চাই। এই শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর শহরের ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজসহ প্রায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। ২ আগষ্ট বৃহস্পতিবার সকালে প্রায় দুই হাজার শিক্ষার্থীরা বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিরাপদ সড়কের দাবী জানায়।

এর পর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১১ টায় শহীদ ডাঃ জিকরুল হক রোডে মানববন্ধন কর্মসূচী পালন করে। সেখানে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য দেয়। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যালা কার্ডে লেখা ছিল, আর কত রক্ত ঝড়বে। উই ওয়ান্ট জাস্টিস, পড়তে এসেছি মরতে নয়। শিক্ষার্থী ভাই মরবে, আর খুনি কেন বাইরে।


শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলন নিরাপদ সড়ক নিয়ে। সরকার হটানোর কোন আন্দোলন নয়। সড়কে চলাচল করতে গিয়ে দেশের ভবিষ্যত প্রজন্মকে প্রাণ দিতে হবে এটা মেনে নেওয়া হবে না। যৌক্তিক আন্দোলন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা অসংখ্য শিক্ষার্থীদের পিটিয়েছে। আহত করেছে শতাধিক শিক্ষার্থীদের। ঘাতক চালকের ফাঁসি ও জল্লাদ পুলিশ বাহিনীদের কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানায় তারা।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী