Home Uncategorized উন্নয়নের প্রতীক নৌকা মানেই বাংলাদেশের উন্নয়ন : মাহমুদ হাসান রিপন

উন্নয়নের প্রতীক নৌকা মানেই বাংলাদেশের উন্নয়ন : মাহমুদ হাসান রিপন

by Dhaka Office
A+A-
Reset

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, উন্নয়নের প্রতীক নৌকা মানেই বাংলাদেশের উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি দেশ মাতৃকার ও জনগণের জন্য ভাবেন। প্রধানমন্ত্রী আমাদের কথা দিয়েছেন, বালাসী-বাহাদুরাবাদ ট্যানেল নির্মাণ করে দিবেন। এই ট্যানেলটি নির্মিত হলে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হবে গাইবান্ধা জেলার এই ফুলছড়ি উপজেলা। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আবারও নৌকাকেই জয়ী করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মরহুম আসাদ-উদ-দৌলা মাষ্টারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শামছিল আরেফিন টিটু।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নয়া মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ করিব সাকা, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম জাভেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল পাশা, কোষাধ্যক্ষ অনিক হাসান টিটু, সাঘাটার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারেছ আলী, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু, সাবেক আহবায়ক আব্দুল লতিফ আকন্দ, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাদুজ্জামান বাদশা, সাধারন সম্পাদক হইবর রহমান হবু, এরেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান, সাধারণ সম্পাদক আসান আলী, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, সাধারন সম্পাদক এনামুল হক, ফজলুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজদার রহমান, সাধারন সম্পাদক আলমগীর মিয়া, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন কুমার, সাধারণ সম্পাদক বাবু মিয়া, উপজেলা তাতী লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ। এসময় ফুলছড়ি উপজেলার সব কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরআগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন এদিন দুপুরে জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মরহুম আসাদ-উদ-দৌলা মাষ্টারের উত্তর উড়িয়ার বাসভবনে উপস্থিত হয়ে মরহুমের পরিবারের খোঁজ খবর নেন ও তাঁর কবর জিয়ারত করেন। স্মরণ সভায় মাহমুদ হাসান রিপন আরো বলেন, ফুলছড়ি-সাঘাটা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তরুণ নেতৃত্বকে আগামী দিনে সামনের কাতারে এগিয়ে নিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন তা সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। আমার সামগ্রিক কর্মকান্ড মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেওয়া হলে এই আসনটি দলকে উপহার দিতে পারব ইনশাল্লাহ।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী