Home Uncategorized মগবাজারের ওয়ারলেস এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মগবাজারের ওয়ারলেস এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

by Dhaka Office
A+A-
Reset

ছবি : ইন্টারনেট থেকে

বাংলাপ্রেস অনলাইন: রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার দুপুরে মগবাজারের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মহানগর পুলিশ রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল(৩৫)। তিনি রাজধানীর উত্তর গোড়ানের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রিকশাটি সড়কের পাশে পড়ে যায়। রিকশার আরোহী ও চালক আহত হন। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে সেখানে উপস্থিত লোকজন বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী