বাংলাপ্রেস অনলাইন: শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন, জানিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীদের উচিত ক্লাসে ফিরে যাওয়া।
কুর্মিটোলায় বাসচাপায় নিহত আব্দুল করিম রাজুর বাসায় গিয়ে শুক্রবার (৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি রাজুর পরিবারকে ৫ লাখ টাকার চেক তুলে দেন ও তার ভাইয়ের পড়াশুনার খরচ বহন করার প্রতিশ্রুতি দেন। মন্ত্রী বলেন, ‘ছাত্ররা যে আন্দোলন করছিলো সেটা অবশ্যই যৌক্তিক। দাবিগুলো যৌক্তিক বলেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সব দাবি মেনে নেয়া হয়েছে। এখন আমি আমার শিক্ষার্থী ভাই-বোনদের আহ্বান করবো, ঘরে ফিরে গিয়ে একটু অপেক্ষা করতে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে কথা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন হবে।’
বাংলাপ্রেস/আর এল