Home Uncategorized অপেক্ষা করুন, শিক্ষার্থীদের আন্দোলনের মতো জনবিস্ফোরণও দেখবেন: মওদুদ

অপেক্ষা করুন, শিক্ষার্থীদের আন্দোলনের মতো জনবিস্ফোরণও দেখবেন: মওদুদ

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মতো মানুষের মধ্যে চেপে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশও অচিরেই ঘটবে বলে সরকারকে হুঁশিয়ার করছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশের লেবার পার্টির একাংশের প্রতিনিধি সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ।

আলোচনা সভায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে টেনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের শিক্ষার্থীরা বলেছে যে, আমরা আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না, আমরা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। নিরাপদ বাংলাদেশ মানে হলো আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তিনি বলেন, এটা গণবিস্ফোরণের একটি অংশ। একইভাবে সরকারের সীমাহীন দুর্নীতি, অপশাসন নিয়ে ক্ষোভ মানুষের মধ্যে আছে। এই ক্ষোভেরও বিস্ফোরণ ঘটবে। আর একটু অপেক্ষা করতে হবে। এটা ঘটতে বাধ্য।

বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে গত পাঁচ দিন প্রায় অচল ছিল ঢাকার সড়ক, আন্দোলন ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়ও। পাঁচ দিন পর সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগকে সতর্ক করে মওদুদ বলেন, জনবিস্ফোরণ ঘটার ক্ষেত্রে শুধু বিএনপি নয়, দেশের সকল গণতান্ত্রিক ও রাজনৈতিক দলসমূহ, যারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে এবং তার সাথে দেশের সাধারণ মানুষ মাঠে নামবে।

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ ডাকতে সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জনবিস্ফোরণ হলে তখন সংলাপ করতে সরকার বাধ্য হবে। কারণ মানুষের এই যে ক্ষোভ, ক্ষোভের যদি একবার বিস্ফোরণ ঘটে, সেই ক্ষোভ ঠেকানোর ক্ষমতা এই সরকারের তখন আর থাকবে না।

আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়ে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, আজকে আমার গাড়িও থামিয়েছে একজন ইয়ং ছেলে; বয়স বড় জোর ১৭-১৮ বছর বয়স হবে। গাড়ি থামিয়ে ড্রাইভারকে বলেছে, আপনার গাড়ির কাগজ দেখান। তারপর আমার ড্রাইভার কাপড় থেকে কাগজ দেখাল। বললো, আপনার কাগজ ঠিক আছে, আপনি যান। তবে কাগজ ওখানে রাখবেন না। ব্লুবুকের ভেতরে রাখবেন। মওদুদ বলেন, এটা দেখে যেমন একদিকে আমি আশ্চর্য হয়ে গেছি, অন্যদিকে অনুপ্রাণিত হয়েছি, গর্বিত হয়েছি।

সেই সঙ্গে তিনি বলেন, এটা তো পুলিশের কাজ। তাদেরকে এই কাজ কেন করতে হচ্ছে? এটাই প্রমাণ করে যে, রাষ্ট্র পরিচালনায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মিরপুরে শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে মওদুদ বলেন, মিরপুরে যুবলীগ-ছাত্রলীগকে নামিয়ে দিয়েছেন রাস্তায়। ঠিক আগের মতো। কোটা আন্দোলনের সময়ে তাদের সমর্থন দিয়ে পরে যখন ব্যাক ট্র্যাক করেছেন। আজকে আবার একই কাজ করছেন।

সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অর্থ সম্পাদক আল আমীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, যুবদলের সাবেক নেতা এলবার্ট পি কস্টা, লেবার পার্টির নেতা আমিনুল ইসলাম রাজ, এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম আমিন, আনোয়ার হোসাইন, মো. ওয়াসীম, হুমায়ুন কবীর, মজিবুর রহমান, ছাত্র মিশনের সালমা খান বাদশা ও সৈয়দ মো. মিলন প্রমুখ।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী