Home Uncategorized সাংবাদিক গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

সাংবাদিক গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে দেখতে গেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, রাষ্ট্রপতি আজ রাত সাড়ে ৯টায় হাসপাতালে যান এবং অসুস্থ সাংবাদিক গোলাম সারওয়ারের শয্যা পাশে ১৫ মিনিট অবস্থান করেন।

গোলাম সারওয়ার গত ৩০ জুলাই থেকে ফুসফুসের ইনফেকশন ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ক্রিটিক্যাল করোনারি ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। আবদুল হামিদ উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ সম্পাদকের আশু আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং গোলাম সারওয়ারের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

তার ছেলে রঞ্জু জানান, ৭৫ বছর বয়েসী লেখক, সাংবাদিক ও কলামিস্ট গোলাম সারওয়ারকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর নেয়া হবে।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী