Home Uncategorized শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন শামীম ওসমান

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন শামীম ওসমান

by Dhaka Office
A+A-
Reset

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ৯ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। তিনি আজ শুক্রবার (৩ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়ায় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম ও মনিটরিং পর্যবেক্ষণে রাজপথে নামেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি পথসভায় শামীম ওসমান তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়ে নানা দিক নির্দেশনা দেন।

শামীম ওসমান শিক্ষার্থীদেরকে আগামী রোববার পর্যন্ত ট্রাফিক কার্যক্রম বন্ধ রেখে ট্রাফিক পুলিশের ওপর দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহবান জানান। তিনি বলেন, পুলিশের ওপর দুইদিনের জন্য দায়িত্ব ছেড়ে দাও। পুলিশ যদি তোমাদের দাবি, মোতাবেক যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে রোববার থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি নিজেই মাঠে নামব। শামীম ওসমানের আহবানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ত্রুটিযুক্ত গাড়ির আটককৃত চাবিগুলো পুলিশের হাতে তুলে দিয়ে ট্রাফিক কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করে। জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা এ পথসভায় উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী