Home Uncategorized শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট : ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট : ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

by Dhaka Office
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শুক্রবার (৩ আগস্ট) বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণার কথা জানানো হয়।

এতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে আগামীকাল শনিবার সারাদেশে ছাত্রধর্মঘট ঘোষণা করা হলো।

আরও বলা হয়, সরকারকে সাধারণ শিক্ষার্থীদের নয় দফা, হামলাকারীদের বিচার এবং কোটা সংস্কার আন্দোলনের তিন দফা দাবিতে মেনে নিয়ে অতি দ্রুত এসব সমস্যার সমাধানের আহ্বান জানাই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই ধর্মঘট কর্মসূচিতে দেশের সব সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী