বাংলাপ্রেস অনলাইন: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারের শক্তি প্রয়োগের পরিণতি শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শিক্ষার্থীদের এই আন্দোলনে দমন করার জন্য যদি আপনারা শক্তি প্রয়োগ করেন, তাহলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। আজ শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, মামুন হাসান, ছাত্রদলের ইসহাক সরকার ও খন্দকার এনামুল হকের মুক্তির দাবিতে সম্মিলিত ছাত্র ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন।
তিনি বলেন, একদিকে আপনারা (সরকার) বলছেন শিক্ষার্থীদের দাবি যুক্তিযুক্ত, তাদের দাবি মেনে নেওয়া হবে। অন্যদিকে সরকারের মন্ত্রীর অধীনে যে সংগঠন নিয়ন্ত্রিত সেই সংগঠন ধর্মঘট ডেকেছে কিশোর-কিশোরীদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্যে। এর চাইতে হীন ষড়যন্ত্র আর কী হতে পারে? মওদুদ আহমদ বলেন, শিশু-কিশোরদের ওপর দমন-পীড়ন বন্ধ করুন। দমননীতি দিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলন স্তিমিত করা যাবে না, তাদের ঠাণ্ডা করা যাবে না।
তিনি বলেন, আমরা বলে দিতে চাই, পরিবহন ধর্মঘট দিয়ে শিশু-কিশোরদেরকে প্রতিহত করার যে ষড়যন্ত্র সরকার গ্রহণ করেছে, ষড়যন্ত্রমূলক যে কর্মসূচি নিয়েছে সেটাকে আমরা ধিক্কার জানাই। জনদুর্ভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই পরিবহন ধর্মঘট সরকারের মন্ত্রীর অনুপ্রাণিত সংগঠনের ধর্মঘট। এই ধর্মঘটের কারণে জনগণের যে দুর্ভোগ হচ্ছে সেজন্য সরকারই দায়ী।
সাবেক আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, মন্ত্রীরা একদিকে বলছেন, শিক্ষার্থীদের দাবি যুক্তিযুক্ত আর অন্যদিকে পরিবহন শ্রমিকদের রাস্তায় নামিয়েছেন, ছাত্রলীগকে এখন রাস্তায় নামিয়েছেন, পুলিশকে এখন রাস্তায় নামিয়েছেন। শিশু-কিশোরদের ওপর পুলিশকে দিয়ে হামলা চালিয়েছেন। তিনি বলেন, ঠিক আগের মতো কোটা আন্দোলনকারীদের ওপর যেরকম ব্যবহার করেছে আজকে এই কিশোর শিক্ষার্থীদের ওপরও একই রকম ব্যবহার সরকার করছে। আজকে এই সরকারকে কোনো মানুষ ও শিক্ষার্থীরা বিশ্বাস করে না।
সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাপ্রেস/এফএস