এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -৪ আসনের (সৈয়দপুর- কিশোরগঞ্জ) জাতীয় পার্টির প্রার্থী হিসাবে জাপার চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ভাগ্না আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলকে মনোনয়ন দেওয়ার দাবী জানিয়েছেন এ আসনের তৃণমূল নেতাকর্মীরা। গতকাল সৈয়দপুর শহরের আদিবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় ওই দাবী জানান তারা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের ভাগ্না আলহাজ্ব আহসান আদেলুর রহমান (আদেল)। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নীলফামারী জেলার জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি সিদ্দীকুল আলম সিদ্দিক।
লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে আদেলুর রহমান আদেলের মনোনয়ন প্রত্যাশা করে বক্তব্য রাখেন সৈয়দপুর যুব সংহতির আহবায়ক আলতাফ হোসেন, পৌর কমিটির সদস্য আব্দুর রউফ ও জেলা কমিটির সদস্য স্বপন হোসেন ও ত্যাগী নেতা লাকী বসুনিয়া প্রমুখ। এছাড়া আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলার ৫ ইউনিয়নের নেতাকর্মীরা।
প্রধান অতিথি আদেলুর রহমান আদেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি দুরাই ইসলামী ব্যাংকে কর্মরর্ত রয়েছেন। ২০০৬ সালে তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। সম্প্রতি তার বড় মামা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ নীলফামারী -৪ আসনে থেকে মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে এ আসনের তৃণমূল সকল নেতাকর্মীদের সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, তার বাবা ডাঃ আসাদুর রহমান নীলফামারী -৪ আসন থেকে ৬ষ্ঠ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মা হলেন বর্তমান সংসদ সদস্য মেরিনা রহমান। তার বাবা এ আসনের মানুষদের প্রতিশ্রুতি দিয়ে যেসব কাজ অসমাপ্ত রেখেছেন সেগুলি সমাপ্ত করাসহ সৈয়দপুরকে একটি পূর্ণাঙ্গ শিল্প নগরী হিসাবে গড়ার প্রতিশ্রুতি দেন।
বাংলাপ্রেস/আর এল