শনিবার গাইবান্ধায় মানববন্ধন করেছেন নিরাপদ সড়ক চাই গাইবান্ধা জেলা শাখা
গাইবান্ধা প্রতিনিধি :সারাদেশে সড়কে মৃত্যু বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে নিরাপদ সড়ক চাই গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহবায়ক ও মুখপাত্র এ কে এম সালাউদ্দিন কাশেম, যুগ্ন আহবায়ক আবু সাইদ মানিক ও ফারহান শেখ, সদস্য সচিব এস এম বিপ্লব ইসলাম, সদস্য আশিফুজ্জামান শশী, হাবিবুর রহমান, জিয়াউর রহমান জিয়া, রফিকুল ইসলাম, এ্যাড.আশরাফ আলী, কায়ছার প্লাবন ও মহিনী আক্তার প্রমুখ।
বক্তরা অবিলম্বে ঢাকায় সম্প্রতী দুই স্কুল শিক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত সকল ঘটনার বিচার দাবী করেন এবং সড়ক দুর্ঘটনারোধ করার জন্য জাতীয় বাজেটে চালকদের দক্ষতা বাড়ানো ও ইনস্টিটিউট তৈরির জন্য বরাদ্দ রাখার দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশগ্রহন করে।
বাংলাপ্রেস/আর এল