Home রাজনীতি আমীর খসরুর নামে অডিও ভাইরাল (ভিডিও)

আমীর খসরুর নামে অডিও ভাইরাল (ভিডিও)

by bnbanglapress
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন:  এবার ভাইরাল হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও। অডিওটিতে তিনি তার পরিচিত একজনকে দলবল নিয়ে আন্দোলকারী শিক্ষার্থীদেও রাস্তায় নামার কথা বলছেন। অবশ্য আসিমর খসরু এটা বানোয়াট বলে দাবী করেছেন। অডিওটিতে কুমিল্লা থেকে ‘নওমি’ নামের একজনের সঙ্গে ‘আমীর খসরুর কথোপকথন রয়েছে।

ভাইরাল হওয়া অডিওটিতে যা রয়েছে

আমীর খসরু: হ্যালো

নওমি: হ্যালো, আসসালামালাইকুম আংকেল। আংকেল নওমি বলছিলাম

আমীর খসররু: হ্যাঁ, হ্যাঁ ভালো আছো?

নওমি: জি আংকেল, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?

আমীর খসররু: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভলবড-টিনভলবড হচ্ছ এগুলাতে, না কি?

নওমি: জ্বি, জ্বি। আংকেল, আমি তো এই যে কুমিল্লায় আসলাম আরকি।

আমীর খসরু: না না কুমিল্লায় না, নামায় দাও না। তোমাদের মানুষজন সব নামায় দাও না। বুঝছো। এগুলো ফিট করে দাও। কুমিল্লায় না, ঢাকায়ও দাও। মানুষজন নামায় দেও ভাল করে।

আর তোমরাও, তোমাদেরকে তো চেনে না। তোমাদের বন্ধু-বান্ধব নিয়ে সব নেমে পড় না ঢাকায়।

নওমি: জ্বি, জ্বি, জ্বি, কনট্যাক্ট করতেছি সবার সঙ্গে।

আমীর খসরু: কন্ট্যাক্ট কর। কখন আর কন্টাক্ট করবা। এখনতো টাই। আর কবে?

নওমি: জ্বি-জ্বি-জ্বি

আমীর খসরু: এখন নামতে না পারলেতো এটা ডাই-ডাউন করে যাবে।

নওমি: হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ

আমীর খসরু: তোমাদের তো অত পরিচিত মুখ না। তোমরা বন্ধু-বান্ধব নিয়ে নামে যাওনা সবার সাথে।

নওমি: জ্বি-জ্বি, হাইওয়েতে নামছিল তো, ঢাকা-চিটাগাংয়ে। এখানে এসপি সাহেব ডাইরেক্ট এসে সবাইকে উঠায়ে দিছে…।

আমীর খসরু: না না, ঠিক আছে। হাইওয়ে টাইওয়ে অসুবিধা নাই। ঢাকায় নামায়ে দাও। ঢাকায়। ঢাকা হলে সারা দেশে এমনিই হবে। তোমরা ঢাকায় এসে…ওখানে তো কুমিল্লা দরকার নাই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে দুই চারশো পাঁচশোজন নিয়ে জন ওদের সাথে জয়েন করে যাও।

নওমি: জ্বি, জ্বি আংকেল, এমনি সবাই সংহতি জানাচ্ছে।

আমীর খসরু: সংহতি দিয়ে কি লাভ হবে? রাস্তায় তোমাদের মত যারা আছে ওদেরকে নিয়ে ন্যামে যাও না।

নওমি: জ্বি আংকেল। আর আংকেল আরেকটা ওই ছোট বিষয়

আমীর খসরু: আর ফেইসবুকে টেইসবুকে পোস্টিং টোস্টিং করো সিরিয়াসলি।

নওমি: হ্যাঁ, এইটা করতেছি। এটাতে অ্যাকটিভ আছে সবাই। আমি আসতেছি। কালকে-পরশু..

আমীর খসরু: এগুলো করো। কুমিল্লা বসে থেকে লাভ কি? এখানে এসে জয়েন করো। ঠিক আছে।

‘ষড়যন্ত্রের’ অভিযোগে আমির খসরুর বিরুদ্ধে মামলা:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে। নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে চলমান ছাত্র আন্দোলনে নাশকতার উস্কানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথনটি ভাইরাল হয়। এ অডিওতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাপ্রেস/ইউএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী