Home Uncategorized শাহবাগে ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

শাহবাগে ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘হামলার’ প্রতিবাদে মিছিলে বাধা পেয়ে রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার বেলা ৩টার পর প্রায় ২০ মিনিট ধরে এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে শিক্ষার্থীদের ভাষ্য। পুলিশের এক সদস্যকেও ইটের আঘাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে দেখা গেছে।

বাসচাপায় দুই ছাত্র-ছাত্রী নিহতের প্রতিবাদে রাজধানী অচল করে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনি ও রোববার ঢাকার জিগাতলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। হেলমেট পড়ে ধারালো অস্ত্র হাতে একদল যুবককে সে সময় হামলায় অংশ নিতে দেখা যায়।

এর প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ মিছিল করে ছয় শতাধিক শিক্ষার্থী। বেলা ১২টায় রাজু ভাস্কর্যের পাদদশ থেকে মিছিল শুরুর পর মধুর ক্যান্টিন, কলাভবন, কার্জন হল, বুয়েট ঘুরে টিএসসি হয়ে বিকাল ৩টার দিকে তারা শাহবাগের দিকে অগ্রসর হন। কিন্তু সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের আটকে দিলে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়৷

পুলিশ তখন টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ঢিল ছুড়তে শুরু করে। ইটের আঘাতে এক পুলিশ আহত হলে পুলিশ জলকামান থেকে পানি ছোড়া শুরু করে। এরপর শুরু হয় পুলিশের লাঠিপেটা। প্রায় ২০ মিনিটের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে দুই আন্দোলনকারীকে আটক করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। এরপর পুলিশ চারুকলা অনুষদের সামনে অবস্থান নিলে শিক্ষার্থীরা পিছিয়ে টিএসসিতে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক যুবক শাহবাগ মোড়ে এসে রাস্তা বন্ধ চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট ছোড়ে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। বিক্ষোভকারীদের ইটের আঘাতে ইমানুল নাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান মারুফ।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী