হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বহিস্কারাদেশপ্রাপ্ত সালমা রেজা সিকান্দার বলেছেন আমার স্বপ্ন আমার ছেলে।তাই ছেলেকে ছাড়া আমি একা থাকতে পারবো না। আমেরিকায় লেখাপড়া করে অন্যান্য ছেলেমেয়েদের মত আমার ছেলেও মানুষের মত মানুষ হবে এ জন্যই শত কষ্ট করেও আমেরিকায় পড়ে আছি।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কলেজ গমোনেচ্ছুক ছেলেকে আমেরিকায় রেখে আমাকে বাংলাদেশে ফেরত যাবার নির্দেশ দিয়েছেন ইউ এস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। ছেলের ক্লাশ শুরুর তিনদিন আগেই আগামী ২৩ আগষ্ট আমাকে যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে যেতে হবে। কান্নাভেজা কন্ঠে এ কথাগুলো বললেন বহিস্কারাদেশপ্রাপ্ত কানেকটিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা সালমা রেজা সিকান্দার।
কথা বলেতে গিয়ে সালমা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার ভিসার মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরে আমি যুক্তরাষ্ট্রে আছি। কিন্তু আমি তো কোন অপরাধ করিনি। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলের সাথে আমি এদেশেই তাহকতে চাই।এই মুহুর্তে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সহযোগিতা আমার খুব প্রয়োজন।দয়া করে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাদের পরিবারটিকে বাঁচান।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানের পর বাংলাদেশি সালমা রেজা সিকান্দার যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে ফেরত যাবার নির্দেশ পেয়েছেন। ১৯৯৯ সালে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন সালমা।ভিসার মেয়াদ শেষ হবার পর আর দেশে ফিরে যাননি।যুক্তরাষ্ট্রে ছেলে জন্ম নেবার পর তিনি তার ছেলের দেখাশোনা করার জন্য এদেশের থাকার জন্য একটি কষ্টের আবেদন করেন। সালমার ১৭ বছর বয়সী ছেলে সামির মাহমুদ স্থানীয় কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।এ মাসের শেষ সপ্তাহ থেকে তার ক্লাশ শুরু হবার কথা রয়েছে। কিন্তু তার ক্লাশ শুরুর তিনদিন আগেই তার মা সালমাকে যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে ফেরত যাবার নির্দেশ দিয়েছেন ইউ এস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এ খবর কানেকটিকাটসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল লায়ন্স ক্লাবের সভাপতি মো: মাসুদুর রহমান (অপু) ও ম্যানচেষ্টারের কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও বাক-এর সাবেক কোষাধ্যক্ষ তারেক আম্বিয়া গত শনিবার রাতে সালমার নিউ হ্যাভেনের বাসায় গিয়ে কানেকটিকাটের প্রবাসীদের পক্ষ থেকে তাকে সান্তনা ও সাহস দিয়ে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আশ্বাস দেন।
এ মর্মে আগামী মঙ্গলবার বিকেল ৪টায় কানেকটিকাটের হার্টফোর্ডের ডাউন টাউন ফেডারেল ভবনের সামনে প্রবাসী বাংলাদেশিরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। উক্ত সমাবেশে সকল প্রবাসীদের উপস্থিত থেকে সোচ্চার প্রতিবাদ জানাতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সালমা ও তার পরিবার।
সালমা রেজা সিকান্দারের যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারাদেশের প্রতিবাদ জানিয়ে নিচের লিঙ্কে ক্লিক করুন।আপনার একটি স্বাক্ষর বাচাঁতে পারে একটি পরিবারকে।