Home Uncategorized সৈয়দপুরে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় হতাশাগ্রস্থ শিক্ষার্থীরা

সৈয়দপুরে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় হতাশাগ্রস্থ শিক্ষার্থীরা

by Dhaka Office
A+A-
Reset

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরের আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনাসহ হল ত্যাগ করার ঘোষণা দেওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষাথীরা। গতকাল মঙ্গলবার ৭ আগষ্ট ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তারা তাদের হতাশার কথা ব্যক্ত করেন।

শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়কের দাবীসহ ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষে গত ৬ আগষ্ট সোমবার দুপুরে সৈয়দপুর- পার্বতীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেন এবং ওই দিন রাত ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আব্বাস উদ্দিন হল ও বীর প্রতীক তারামন বিবি হল ত্যাগ করার নির্দেশ দেন। কর্তৃপক্ষের নির্দেশে হল ত্যাগ করা হলেও কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ে  ফিরবেন এ নিয়ে চিন্তিত রয়েছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারের সাথে মোবাইলে কথা হলে তিনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা স্বাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী