Home আন্তর্জাতিক ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব

ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : তিনদিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কমনওয়েলথ সদস্যভুক্ত এশিয়ার তিনটি দেশে এটি তার প্রথম সফর। কমনওয়েলথ মহাসচিব তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।প্যাট্রিসিয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত কমওয়েলথ বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাপ্রেস /এফএস

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী