Home আন্তর্জাতিক আফগানিস্তানে সংঘর্ষে নিহত ৫০ বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য

আফগানিস্তানে সংঘর্ষে নিহত ৫০ বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে সোমবার রাতে প্রচন্ড সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি বেসরকারি বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, তালেবান জঙ্গিরা আজরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মধ্যরাতের পর হামলা চালালে সেখানে এ সংঘর্ষ শুরু হয়।প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল ওয়ালি ওয়াকিলের বরাত দিয়ে ওই বার্তা সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, সংঘর্ষ চলাকালে ৩৫ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়।

এদিকে আজরার একটি পুলিশ ফাঁড়িতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্যরা বিমান হামলা শুরু করলে এ দুই মিত্র পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হলে কমপক্ষে ১৫ পুলিশ সদস্য নিহত হয়।নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অনেক তালেবান জঙ্গি নিহত বা আহত হয়েছে

বাংলাপ্রেস /এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী