Home আন্তর্জাতিক রোহিঙ্গাদের কল্যাণে ইউনিসেফ ও বিশ্ব খাদ্য সংস্থার যৌথভাবে প্রযুক্তির ব্যবহার

রোহিঙ্গাদের কল্যাণে ইউনিসেফ ও বিশ্ব খাদ্য সংস্থার যৌথভাবে প্রযুক্তির ব্যবহার

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিকদের শিবিরে স্কোপ ডিজিটাল সহায়তা ব্যবস্থায় ৫০ হাজার শরণার্থীকে সাবান সরবরাহের মাধ্যমে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে সাহায্য করার জন্য বিশ্ব খাদ্য সংস্থার সাথে যোগ দিয়েছে ইউনিসেফ। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়

গত ১ আগস্ট কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শিবিরে পাইলট প্রোগ্রামটি চালু করা হয়।স্কোপ একটি অনলাইন ডেটাবেস সিস্টেম যার দ্বারা বিশ্ব খাদ্য সংস্থা খাদ্য সহায়তা বিতরণ উন্নত করতে সক্ষম হয়েছে।এই পদ্ধতিতে প্রতিটি পরিবারের জন্য একটি সহায়তা কার্ড দেয়া হয়, যা গৃহস্থালীর তথ্য সংরক্ষণ করে এবং এর মাধ্যমে আশ্রয় শিবিরের অভ্যন্তরে সহজেই খাদ্য সংগ্রহ করতে পারে।

‘স্কোপ’-এর আওতায় রোহিঙ্গারা কার্ড পাবেন এবং কার্ডটি খাদ্য সংগ্রহের মতো এখন সাবানের জন্য তাদের মাসিক ক্রেডিট ব্যবহার করতে পারবেন।উল্লেখ্য, ইউনিসেফ প্রতি মাসে প্রতিটি রোহিঙ্গা পরিবারের জন্য ১৩টি সাবান সরবরাহ করে।এর মধ্যে হাত ধোওয়ার জন্য আটটি এবং কাপড় ধোয়ার জন্য পাঁচটি সাবান দেয়া হয়।

বাংলাপ্রেস /এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী