বাংলাপ্রেস অনলাইন: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী আন্দোলনের খবর সংগ্রহকালে গুরুতর আহত এসোসিয়েটেড প্রেসের সাংবাদিক এ এম আহাদকে দেখতে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হাসপাতালে চিকিৎসাধীন আহাদের পাশে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ড. মির্জা নাজিম উদ্দিনসহ কর্তব্যরত চিকিৎসকবৃন্দ এসময় মন্ত্রীকে আহাদের অবস্থার কিছু উন্নতির কথা জানান। পরে হাসপাতালের লবিতে সাংবাদিকদের সাথে আলাপকালে আহাদের চিকিৎসা কাজে সন্তোষ জানিয়ে হাসানুল হক ইনু বলেন, সাংবাদিক আহাদের আহত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। আমরা যেমন আশা করি তিনি সুচিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন, তেমনি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টায় সরকার তৎপর। আামি সকলের কাছে তার জন্য দোয়া কামনা করি।
হাসানুল হক ইনু বলেন, হামলাকারীদের চিহ্নিত করার জন্য এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধপত্র দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।
বাংলাপ্রেস/এফএস