বাংলাপ্রেস অনলাইন: সড়কে দুর্ঘটনা কমিয়ে আনার চেষ্টায় বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে রাজধানীতে আর চালকদের সঙ্গে দৈনিক চুক্তি বা জমার ভিত্তিতে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, চালকরা বাস চালিয়ে সারাদিনের আয় মালিকের হাতে তুলে দেবেন। আর মালিক তার বাসের চালক-শ্রমিকদের নির্ধারিত হারে মজুরি দেবেন।
বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে বুধবার মতিঝিলে মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালকের পর কেউ চুক্তিতে গাড়ি চালালে আমরা তাদের নিবন্ধন বাতিলের জন্য সুপারিশ করব। আর সে মালিক যদি আমাদের সদস্য হয়, তাহলে ওই মালিককে আমাদের সমিতি থেকে বহিষ্কার করা হবে।
অনেক মালিক এতদিন অটোরিকশার মত দৈনিক চুক্তির ভিত্তিতে চালকের হাতে বাস দিয়ে আসছিলেন। চালক সারা দিন বাস চালিয়ে মালিকের হাতে নির্দিষ্ট অংকের জমার টাকা তুলে দিতেন। বাকি টাকায় তার এবং তার হেলপার কনডাকটরের পেট চলত। এ ব্যবস্থায় মালিকের ক্ষতির কোনো ঝুঁকি না থাকলেও ট্রিপ কম হলে চালক-শ্রমিকদের ভাগে টান পড়ত। ফলে বেশি ট্রিপ দেওয়ার চেষ্টায় চালকদের মধ্যে প্রতিযোগিতা আর বেপরোয়া চালনার প্রবণতা বাড়ত।
এনায়েত উল্লাহ বলেন, চুক্তিতে গাড়ি চললে চালকরা পাল্টাপাল্টি করে। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। চালক, শ্রমিকরা কাল থেকে মজুরির ভিত্তিতে বাস চালাবে। কোনো বাস চালক চুক্তিতে বাস চালাচ্ছে কি না সেটা কীভাবে জানা যাবে- এই প্রশ্নে মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, প্রতিটি রাস্তায় কোম্পানির চেকার থাকবে। তাছাড়া মালিক সমিতি ‘কৌশল’ ব্যবহার করবে।
বাংলাপ্রেস/এফএস