331
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেষ্টার শহরে আগামী শনিবার অনুষ্ঠিত হবে ঈদ বাজার। ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল লায়ন্স ক্লাব আয়োজিত উক্ত ঈদ বাজারে থাকবে দিনভর রকমারি পণ্যের বেচকেনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাম্প্রতি হাইস্কুল গ্রাজুয়েশন সম্পন্নকারী নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা। সেন্টার মেমোরিয়াল পার্ক (৬২৪ মেইন ষ্ট্রিট) ম্যানচেস্টারে অনুষ্ঠিতব্য উক্ত ঈদ বাজারে সকল প্রবাসীদের আসার আমন্ত্রন জানিয়েছেন ওয়ালিংফোর্ড বেঙ্গল সেন্টেনিয়াল লায়ন্স ক্লাব সভাপতি মোহাঃ মাসুদুর রহমান অপু ও ক্লাব সম্পাদক আশফাকুল তরফদার।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ৮৬০-৯৯৭-৯৭৬৮, ৮৬০-৭৯৬-১৮৫৩ ও ৮৬০-৭১৩-৮১৩৮