Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ১৬৪ জন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ১৬৪ জন

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন : ইন্দোনেশিয়ার লম্বুক দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে।একজন কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানান।খবর এএফপি/ বাসস

এদিকে কর্তৃপক্ষ ভূমিকম্পে বাস্তুচ্যুত এক লাখ ৫৬ হাজার লোকের জন্যে জরুরি ঔষধ, খাদ্য ও খাবার পানির আবেদন জানিয়েছে।আতঙ্কিত গ্রামবাসীর অনেকে তাঁবু, রাস্তায় ও খোলা মাঠে অবস্থান করছেন। এছাড়া আহতদের চিকিৎসা ব্যবস্থাও অপ্রতুল।দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার এক মুখপাত্র বলেন, ‘ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়া ভূমিকেম্প গুরুতর আহত এক হাজার ৪শ’ এবং বাস্তুচ্যুত হয়েছে এক লাখ ৫৬ হাজার লোক।

বাংলাপ্রেস / এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী