Home খেলা পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করল বাঘিনীরা

পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করল বাঘিনীরা

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা । পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমবারের মতো অংশ নেয়া পাকিস্তানের জলে গুনে গুনে ১৪টি গোল দিয়েছে তহুরা, মারিয়ারা।

মিডফিল্ডার শামসুন্নাহার ৪টি, তহুরা খাতুন, সাজেদা খাতুন ও আনাই মোগিনি দুটি করে গোল করেন। ডিফেন্ডার শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মাণ্ডা ও আঁখি খাতুন করেন একটি করে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম মিনিটে গোলবন্যার শুরুটা করেন তহুরা। সপ্তদশ মিনিটে ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার মনিকা। দুই মিনিট পরে হেডে স্কোরলাইন ৩-০ করেন তহুরা।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় খেলতে আসা পাকিস্তানের বিপক্ষে আক্রমণের ধার ধরে রেখে একের পর এক গোল করতে থাকে বাংলাদেশ। ৩১তম মিনিটের গোলটি ডি-বক্সের বাইরে থাকা আসা শট আটকাতে গিয়ে ব্যর্থ হন পাকিস্তানের গোলরক্ষক। বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি ডিফেন্ডার শামসুন্নাহার। ৪০তম মিনিটে অধিনায়ক মারিয়া ও পরের মিনিটে ডিফেন্ডার আঁখি দূরপাল্লার জোরালো শটে লক্ষ্যভেদ করলে ৬-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের আরও দাপুটে খেলা বাংলাদেশ করে ৮ গোল। ৪৮তম মিনিটে সাজেদার গোলের পর ৫০তম ও ৫৪তম ও ৫৭তম মিনিটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন বদলি হিসেবে নামা মিডফিল্ডার শামসুন্নাহার। এরপর ৫৮তম মিনিটে সাজেদা দ্বিতীয় গোল করার পর আনাই করেন জোড়া গোল। ৯০তম মিনিটে গোলপোস্টের ঠিক সামনে জটলার মধ্যে বল পেয়ে বাঁ দিক দিয়ে বল জড়িয়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শামসুন্নাহার।

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী