Home বাংলাদেশচট্টগ্রাম রাউজানে বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে উদ্যোগ নিলেন ফারাজ করিম চৌধুরী

রাউজানে বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে উদ্যোগ নিলেন ফারাজ করিম চৌধুরী

by Dhaka Office
A+A-
Reset

চট্টগ্রাম থেকে সংবাদদাতা : বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জনজীবনে ভোগান্তির শেষ নেই। অনেকের আয়-রোজগার বন্ধ। এমন পরিস্থিতিতে সংসারের ভরণ-পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন অধিকাংশ মানুষ।

দুর্ভোগময় এ দিনে মানুষের ভোগান্তিতে মরার উপর খড়ার ঘাঁ হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিল। সাম্প্রতিক সময়ে রাউজানের অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিষয়টি নিয়ে রাউজানের সাংসদপুত্রের দৃষ্টি আকর্ষণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টির বিষয়টি দৃষ্টিগোচর হলে বিষয়টি নিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের সাথে কথা বলার জন্য সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিমকে নির্দেশ দেন ফারাজ করিম চৌধুরী।

সাধারণ মানুষের এসব দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর নির্দেশনায় আজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের সাথে সাক্ষাত করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিম।

এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী