বাংলাপ্রেস অনলাইন: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে এই কদিন আগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্টে লজ্জাজনকভাবে হারলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় সাকিবের দল। নতুন খবর হলো বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের সাকিব আল হাসান এবার হজে যাচ্ছেন।
আজ শনিবার সাকিব তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, পবিত্র হজ পালন করতে যাচ্ছেন তিনি। আগামীকাল রোববার রাতে ঢাকা ছাড়ার কথা তাঁর।
এ সম্পর্কে সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘এই পবিত্র জিলহজ্জ মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’
বাংলাপ্রেস/আর এল